বীর বাঙালি, তোমার বীরত্ব
স্মৃতিতে রবে চিরদিন,
কোনো কালেই শোধ হবে না
জীবনদানের এই ঋণ।
সিঙ্গাপুর হাসপাতালে চিরনিদ্রায়
শরীফ ওসমান হাদী,
রক্তে লেখা তোমার স্বপ্নে
বিশ্বাসে বুক বাঁধি।
নিভে গেল প্রদীপ, থামেনি পথ,
জাগে বিপ্লবী আশ;
মৃত্যুর পরেও জেগে থাকে
ত্যাগে গড়া ইতিহাস।
বীরত্বের চিহ্ন রচিত হয়
হাদীর আত্মত্যাগে;
নীরব কন্ঠে জ্বলে উঠে
স্বপ্নজাগা আবেগে।