
নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঢাকা বিভাগীয় সাবেক স্পেশাল জজ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু।
লিখিত বক্তব্যে তিনি মনোনয়ন প্রাপ্ত মাজহারুল ইসলামকে আওয়ামী লীগের দোসর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ উল্লেখ করে অবিলম্বে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এ সময় মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে অন্য যে কাউকে দলের মনোনয়ন দেয়ার দাবি জানান প্রভাবশালী এই ৫ বিএনপি নেতা।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে কিশোরগঞ্জ -১ সহ ৩৬টি আসনে প্রাথমিক মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটি। এরপর থেকেই আন্দোলন সংগ্রামে নামেন বিএনপির মনোনয়ন বঞ্চিত এই ৫ প্রার্থী।
সংবাদ সম্মেলনে জানানো হয় দাবি আদায়ে সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে নাগরিক সমাবেশ ও আগামী ১৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরে মশাল মিছিল, ২০ তারিখে প্রতিটি ইউনিয়নে পথসভা, ২১ তারিখ বিকেলে কিশোরগঞ্জ -১ আসনের সীমানায় ৫০ কি: মি: প্রধান সড়কে মানববন্ধন, ২২ তারিখ বিকেলে রেলস্টেশনে অবস্থান কর্মসূচি এবং ২৩ তারিখে কিশোরগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল পালন সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।