আহা!
আকাশে ঝরে উৎসবের আলো,
বাতাসে বাজে বিজয়ের গান।
ষোলোই ডিসেম্বর ভোরে
মুক্তির দীপ্তি ছড়ায় চারদিকে।
বাংলার বুকে বাজে আজ
বিজয়ধ্বনি সোনালি আলোয়,
বাঙালি বীরের রক্তের দামে
মুক্ত পতাকা উড়ে উঁচু করে।
শহীদের কথা স্মরণ হলেই
চোখ ভিজে যায় জলে।
রক্তে লেখা পথ ধরে ধরে
এলো স্বাধীনতা।
মায়ের অশ্রু, ভাইয়ের প্রাণের রঙে
গড়া হলো এই মুক্তির গাথা।
মরণ ডেকেও থামাতে পারেনি
স্বাধীনতার ডাক।
আজ সবুজ বুকে লাল সূর্য
আলো ছড়ায় ঘরে।
বিজয়ের গান মুখে মুখে
ঘুরে ফিরে ফিরে।
শহীদের ঋণ শোধ হবে না
শুধু ফুলের ভারে।
সত্য–ন্যায়ে দেশ গড়াতেই
বিজয় থাকে সারে।