
নিউজ ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে হোলিরুড নির্বাচনের প্রার্থিতা হারালেন লেবার পার্টির প্রার্থী এমএসপি ফয়সল চৌধুরী।
হোলিরুডের এক স্টাফ সদস্যের যৌন হয়রানির অভিযোগটি অন্তর্ভুক্ত করে তদন্ত চলায় এবং এমএসপি ফয়সল চৌধুরীকে আগামী হোলিরুড নির্বাচনে লেবার পার্টি থেকে লড়াই করার সুযোগ হারান।
লোথিয়ানের লিস্ট এমএসপি চৌধুরীকে এডিনবরার নর্দার্ন আসনে লেবার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল, তবে অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয় এবং তিনি বর্তমানে স্বাধীন সদস্য হিসেবে বিবেচিত হবেন।
স্কটিশ লেবার পার্টি নির্বাচনী প্রক্রিয়া পুনরায় খুলেছে এবার শুধুমাত্র নারী প্রার্থীদের জন্য শর্টলিস্ট নির্ধারণ করেছে। দলীয় নিয়ম অনুসারে বরখাস্ত সদস্যরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারেন না। ফলে চৌধুরীর লেবার প্রার্থিত্ব বাতিল বলে ঘোষণা করা হয়। তিনি চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
নিয়ম অনুসারে আসনভিত্তিক প্রার্থী হিসেবে নির্বাচিত না হলে আঞ্চলিক তালিকায় দাঁড়ানোর সুযোগও থাকে না, এক্ষেত্রে ফয়সল চৌধুরীর জন্য লেবার পার্টির সব দরজা বন্ধ হয়ে গেলো।
এডিনবরার আসনে নারী প্রার্থীদের ৯ ডিসেম্বর দুপুর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
এক বিবৃতিতে লেবার পার্টি জানিয়েছে, তারা সব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ফয়সল চৌধুরীর মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।