নিজস্ব প্রতিনিধি : সাইবার সহিংসতাসহ নারী ও কন্যাদের প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ এবং তাদের অগ্রসরমানতা নিশ্চিতের আহ্বানে কিশোরগঞ্জ মহিলা পরিষদে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার সকালে কিশোরগঞ্জ মহিলা পরিষদের আয়োজনে জেলা শহরের শহর সমবায় ভবনের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এ অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌতিক এর সভাপতিত্বে ও নারীনেত্রী কামরুন্নাহারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দীন ফারুকী, নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, জেলা সনাকের সভাপতি আজিম উদ্দিন হাইস্কুলের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মন, এনজিও পপির সমন্নয়ক ফরিদুল আলম, জেলা উদীচীর সভাপতি সাখাওয়াত হোসেন, সম্পাদক বাবুল রেজা, মানবাধিকার সভাপতি গাজী মাহমুদ, জেলা স্মরণী বালিকা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া আক্তার, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত চাকুরীজীবি কামরুজ্জামান কামরুল প্রমূখ।
এতে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আলম সারোয়ার টিটু, মোস্তফা কামাল ও সাংবাদিক শফিক কবীর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন - প্রযুক্তিনির্ভর যুগে সাইবার জগতকে অপব্যবহারের মাধ্যমে অপমান, ব্ল্যাকমেইল, চরিত্রহনন ও ডিজিটাল হয়রানিসহ সহিংসতার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা নারীর অগ্রগতি ও মানবাধিকারে নেতিবাচক প্রভাব ফেলছে। বক্তারা সাইবার সহিংসতা, ঘরোয়া নির্যাতন, বাল্যবিয়ে, কর্মক্ষেত্রে হয়রানি ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারীর নিরাপদ ডিজিটাল পরিবেশ, শিক্ষা-দক্ষতা উন্নয়নে সমান সুযোগ, আইনগত সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তাছাড়া ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইস্যুনিয়ে টানা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
এসময় কিশোরগঞ্জ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মনিকা দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বন্দনা দত্ত, কার্যকরি সদস্য বিলকিস বেগম সহ অনান্য নেতৃবৃন্দ ও সদস্যগন ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও এনজিওর ৩০ জন অংশীজন উপস্থিত ছিলেন।