
নিজস্ব প্রতিবেদক : নানা নাটকীয়তার শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল।
বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বে স্থগিত থাকা কিশোরগঞ্জ জেলার দুটি আসনেই প্রার্থী দিয়েছে।
এর মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান হলো। বিশেষ করে কিশোরগঞ্জ-৫ আসনে সবার আলাদা নজর ছিলো। কেননা এ আসনে বিএনপি’র মনোনয়ন তালিকায় দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও শরিক জোটের একাধিক নেতার নাম আলোচনায় ছিলো। এছাড়া প্রথম ধাপে বিএনপি’র ঘোষিত তালিকায় এই আসনটি স্থগিত রাখায় রাজনীতির মাঠে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। এ রকম পরিস্থিতিতে শেখ মজিবর রহমান ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে রাজপথে নামেন দুই উপজেলার নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন শেখ মজিবর রহমান ইকবাল। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি বাজিতপুর ও নিকলী এই দুই উপজেলার বিএনপি’র নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। স্বভাবতই ইকবালকে ঘিরে নেতাকর্মীরা নির্বাচনী বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছেন।