
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে প্রথম আলোর আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতকে সন্মান প্রদর্শন করেন।
সুধী সমাবেশে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজের স্বাগত বক্তব্যে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার বড়ুয়া।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ হাসান, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন, গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আবুল বাসার সৌরভ, গন-অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবু হানিফ, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ লেনিন, সাংবাদিক আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মামুন আল মামুন, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সাঈদ সুমন প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন - প্রথম আলো পত্রিকা নিয়ে বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বিষোদগার করেন, এতে প্রমাণিত হয়, বাক স্বাধীনতা বন্ধে সেই সরকার কতো বড় ফ্যাসিস্ট ছিলো। প্রথম আলো কারো হুমকি ধামকিতে সত্য প্রকাশে ভীতু ছিলো না, এখনো নেই।
গুরুত্বপূর্ণ সংস্থার জরিপের তথ্যে দেশের পত্রিকার পাঠকদের মধ্যে ৫৭ ভাগ পাঠক প্রথম আলো পড়েন। এটা হচ্ছে বস্তুনিষ্ঠ সাহসিকতার জন্য। প্রথম আলো জন্মের দিন থেকে জনপ্রিয়তা ধরে রেখেছে, বস্তুনিষ্ঠ সত্যি সংবাদ প্রকাশের সাহসিকতার কারণে। যার কারণে প্রথম আলো এখন পর্যন্ত বাংলাদেশের বহুল প্রচারিত একটি পত্রিকা।
সুধী সমাবেশ শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, কবি সাহিত্যিক, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।