নিজস্ব প্রতিনিধি : ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ (আইডিইবি) ইনস্টিটিউশন-অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। র্যালীটি (সংগঠনটি কার্যালয়) কিশোরগঞ্জ সমবায় ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সহসম্পাদক জি এম শফিউল আলম আরজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ মো. জাভেদ রহিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর আব্দুল বাতেন আলমগীর।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংঘঠনের সহ-সভাপতি হারুন অর রশিদ, এম এ কাইয়ুম আকন্দ, সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক আহমেদ
প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭০ সালের ৮ই নভেম্বর প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি)। প্রতিষ্ঠার পর থেকে ৮ নভেম্বর সারাদেশে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও সেই লক্ষ্য অর্জিত হয়নি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তির ক্রমবিকাশ ও বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, কৃষিজমি ও নদ-নদী রক্ষা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইডিইবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ়কন্ঠে প্রত্যয়ব্যাক্ত করেন বক্তারা।
এ সময় আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ সহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।