আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ গ্রামীণ ব্যাংকে জয়বাংলা বলে আগুন দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ডাকা শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রবিবার (১৬ নভেম্বর) রাতে জেলা শহরের স্টেশন রোডের নিউটাউনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী জানান, গতকাল রবিবার দিবাগত রাতে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তিরা রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখাটিতে আগুন দেওয়ার চেষ্টা করে, ঘটনায় তদন্ত চলছে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category