নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ প্রেসক্লাব।
শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট মাসুদ ইকবাল, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি প্রমূখ।
অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, কিশোরগঞ্জ জেলা তার কর্মজীবনের এক বিশেষ অধ্যায়, যা স্মৃতিময় হয়ে থাকবে। এ সময় তিনি সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের উন্নয়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
পদোন্নতি জনিত বদলির কারণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলেও আমার হৃদয়ের একাংশ থাকবে আপনাদেরকে ঘিরে, আমি আপনাদের কাছ থেকে ১৪ মাসে যে ভালোবাসা সহযোগিতা ও পরামর্শ পেয়েছি তা ভূলার নয়। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে বিদায় স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনান্য নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের অনান্য নেতৃবৃন্দ সহ সাংবাদিক সদস্যগণ।
Leave a Reply