আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা কারাগারে মাসব্যাপী আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধন

নিজস্ব  প্রতিনিধি : প্রযুক্তির আলোয় কাটুক আঁধার, কারাগার হবে সংশোধনাগার” এই স্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা কারাগারে “ICT Awareness” মাস উপলক্ষে ” মাসব্যাপী আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রবিবার ৯ নভেম্বর সকালে জেলা কারাগারের কনফারেন্স রুমে আইসিটি বিষয়ে কারাষ্টাফ ও কারারক্ষীদের দক্ষ করে তোলার লক্ষে এ কর্মশালার
উদ্বোধন করা হয়।
উক্ত মাসব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেল সুপার রিতেশ চাকমা।
জেল সুপার বলেন, কারা অধিদপ্তরের আওতায় প্রতিটি জেলায় মাসব্যাপী আইসিটি বিষয়ক কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীরা প্রযুক্তিগত সহায়তা প্রদান ও তারা তাদের নির্ভুল ডাটাবেজ হালনাগাদ করাসহ দৈনন্দিন কাজে আরও পারদর্শী হবেন। এবং কারাবন্দীদের মধ্যে আইসিটি জ্ঞান বৃদ্ধি করে দক্ষতায় পুনর্বাসনের সুযোগ তৈরিতে সাহায্য করবেন। এই কর্মশালায় কারাবন্দীদের কম্পিউটার ও অন্যান্য আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যাতে করে মুক্তির পর তারা যেন অতি সহজেই কর্মসংস্থানের সুযোগ পায়।

এছাড়াও “ICT Awareness” মাস উপলক্ষে ” কারাগারের বিভিন্ন স্থানে আইসিটি সচেতনতামূলক ব্যানার ও ফেষ্টুন দিয়ে সজ্জিত করা হয়। সেইসাথে কারা অধিদপ্তর কর্তৃক গৃহীত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী প্রতিপালনের পুর্বপ্রস্তুতিও গ্রহণ করা হয়।
এসময় জেলার ফারহানা আক্তার সহ জেলা কারাগারের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category