আজ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

নিজস্ব  প্রতিনিধি : নিরাপদ খাদ্য আইন অমান্য ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কিশোরগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে নিরাপদ খাদ্য আইনে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালাতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলার মুকসেদপুর এলাকার আলমগীর সিটিতে অবস্থিত আলিফ আইসবার কারখানাকে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম ও শিশু খাদ্য উৎপাদনের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ ও ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।

এছাড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত আরএস ফুড প্রোডাক্টসকে যথাযথ লেবেলিং না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একরামপুর এলাকার হক সুইটসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আরও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category