আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ জিয়ার প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানব-বন্ধন

নিজস্ব  প্রতিনিধি : স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ধ্বংস করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের নিয়ন্ত্রনে কুক্ষিগত করার অপচেষ্টার প্রতিবাদে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে মানব-বন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখা।

৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও দুপুর ২টায় কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ মানব-বন্ধন পালন করে।
মানব-বন্ধনে তাদের দাবি উল্লেখ করে বক্তব্য রাখেন – জেলা নার্সিং ইন্সট্রাক্টর দীপন কুমার দত্ত। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সদর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আশেক মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ কামরুল হাসান, সাধারণ সম্পাদক সিনিয়র স্টাফ নার্স মো: উজ্জ্বল মিয়া, কোষাধ্যক্ষ সিনিয়র স্টাফ নার্স মো: আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি সিনিয়র স্টাফ নার্স রেহেনা আক্তার, বিডিএনএ’র সাবেক সভানেত্রী কামরুন্নাহার, জেলা হেল্থ নার্স নাজমুন্নাহার, টিচার ট্রেনিং সেন্টারের সিনিয়র স্টাফ নার্স জাহাঙ্গীর আলম, সৈয়দ নজরুল মেডিকেলের সেবা তত্ত্বাবধায়ক মঞ্জুশ্রী সরকার, সৈয়দা নাফিজা নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রাণী বর্মন, মিডওয়াইফারির ছাত্রী জান্নাতুল ফেরদৌস শ্রাবন্তী সহ অনান্য নার্সেস নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ন্যায্যতা ও ন্যায়নীতির প্রতিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রত্যক্ষ্য হস্তক্ষেপে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন “সেবা পরিদপ্তর”। যা উন্নীত হয়ে বর্তমানে “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর”।
এই জনকল্যানমূখী নার্সিং ব্যবস্থাপনা, নার্সিং শিক্ষা ও প্রশাসন সৃষ্টির লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা ও বাধা-বিপত্তি অতিক্রম করা ৪৮ বছরের এ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের নিয়ন্ত্রনে নেয়ার খবর প্রকাশিত হয়। যার ফলশ্রুতিতে স্বাস্থ্য সেক্টরে কর্মরত মোট জনবলের প্রায় অর্ধেক জনবল সম্বলিত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে কর্মরত নার্স, মিডওয়াইফ ও নন-নার্সিং জনবলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। অধিদপ্তরটি প্রতিষ্ঠার ৮ বছরের অধিক সময় হলেও নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার প্যাথ, জাতীয় নার্সিং কমিশন গঠনসহ নার্সদের অন্যান্য দাবী-দাওয়া পূরণ না করে এ ধরনের জনস্বার্থ বিরোধী ও নার্সদের স্বকীয়তা, উন্নয়ন ও অগ্রগতি বিরোধী স্বীদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক, আপত্তিকর।
যা জনকল্যাণমূখী স্বাস্থ্য ব্যবস্থাপনা তথা জনবান্ধব নার্সিং ব্যবস্থাপনা সৃষ্টির চলমান কর্মকান্ডকে বাধাগ্রন্থ করার অপচেষ্টা মাত্র।
ইতোপূর্বেও স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ধ্বংস করে একটি মহল নিজেদের মত কুক্ষিগত করার অপচেষ্টা করেছে ততবারই আমরা তা প্রতিহত করেছি।
বর্তমান ও ভবিষ্যতে জনকল্যাণমূখী স্বাস্থ্য ব্যবস্থাপনা বিরোধী যেকোন কর্মকান্ড আমরা প্রতিহত করতে প্রস্তুত আছি।
এসময় মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের নার্স, মিডওয়াইফ এবং নন-নার্সিং কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category