আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

“হাওর টাইমস” সম্পাদকের মা বেলুয়ারা খাতুন আর নেই

বিশেষ প্রতিনিধিঃ  অনলাইন পত্রিকা ‘হাওর টাইমস ও দৈনিক উজানভাটি’ র সম্পাদক হাকীম মো. খায়রুল ইসলাম ভূইয়ার মা বেলুয়ারা খাতুন আর নেই।

আজ রোববার বেলা সাড়ে ১০টায় নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮বছর।

বেলুয়ারা বেগম মৃত্যুকালে ৩ছেলে ও এক মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তিনি অনেক দিন ধরে বার্ধ্যকজনীত রোগে ভোগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, হাওর বেষ্টিত ইটনা উপজেলার এলেংজুরী ইউনিয়নের ছিলনী কাকটেঙ্গুর গ্রামের মৃত মুকসেদ আলী ভূইয়ার সহধর্মিণী। অনলাইন পত্রিকা ‘হাওর টাইমস ও দৈনিক উজানভাটি’র সম্পাদক এবং দৈনিক সকালের সময়’র কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্য মো. খায়রুল ইসলাম ভূইয়ার মা।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কিশোরগঞ্জ প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ কিশোরগঞ্জের গণমাধ্যম ব্যাক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ।

আজ রোববার বাদ আছর এলংজুরী ইউনিয়নের কাকটেঙ্গুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

এই বিষয়ে খায়রুল ইসলাম ভূইয়া বলেন, মা অনেক দিন ধরে বার্ধ্যক জনীত রোগে ভোগছিলেন। মা র জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন মায়ের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসীব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category