আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলে মাসিক মূল্যায়ন ও মা সমাবেশ অনুষ্ঠিত

শফিক কবীর : আলমগীর হোসেন মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শনিবার গাইটাল আলমগীর হোসেন সিটি বিদ্যালয়ের গার্ডিয়ান শেডে প্রধান শিক্ষক তানজিনা আক্তারের সভাপতিত্বে মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শফিকুল আলম শিপলুর সার্বিক তত্ত্বাবধানে ও  সহকারী প্রধান শিক্ষক কে. এম. রায়হান আলম জাওয়াদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন সিটি ও বিদ্যালয় পরিচালনা উপ-কমিটির উপদেষ্টা এ. কে. এম. নাদিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ গোলামুর রহমান, বিদ্যালয় পরিচালনা উপ-কমিটির সদস্য কামরুন্নাহার, আশরাফুল ইসলাম লিটন, সলিউশন নেস্ট বিডি লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জামিল, মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া খাতুন তানিয়া।

অনুষ্ঠানে অতিথিগণ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের  সভাপতি শফিকুল আলম শিপলুর অপ্রেরণায় সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও অতিথিরা তাঁর প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নে তাঁর আন্তরিক ভূমিকার প্রত্যাশা প্রকাশ করেন।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category