
করিমগঞ্জ প্রতিনিধি : করিমগঞ্জে যানজট নিরসনে সড়কের দুই পাশের অবৈধ পার্কিং ও ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-আমিন কবির।
মঙ্গলবার (২১অক্টোবর) দুপুরের দিকে করিমগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনী, পুলিশ ও বণিক সমিতির সদস্যগণ তাকে সহযোগিতা করেন।
সড়কের দুইপাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি রাস্তা দখল করে অবৈধ ভাসমান দোকান স্থাপন, স্থায়ী দোকানের বাইরে মালামাল রেখে সড়কে প্রতিবন্ধকতার ফলে যানজটের সৃষ্টি হয়। এতে পরিবহন চলাচলে যেমন বিঘ্ন ঘটে তেমনি পথচারীদের ভীড় ঠেলে হাঁটাচলায় কষ্ট হয়। এরই মধ্যে সময় বাঁচাতে বেপরোয়া গতিতে যানবাহন
চলাচলের ফলে প্রয়ই ঘটছে দুর্ঘটনা।
যানযট নিরসনে রাস্তার দুই পাশ দখলমুক্ত ও অবৈধ পার্কিং রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।
সংসার ফার্নিচারের স্বত্বাধিকারী কবি ঝুটন দাস জানান, 'এসিল্যান্ড মহোদয়ের এরকম অভিযানে যানজট নিরসন ও নিরাপদ চলাচলে সাধারণ মানুষ উপকৃত হবে।' এমন কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-আমিন কবির কে ধন্যবাদ জানান।