
নিজস্ব প্রতিনিধি : চলমান শিক্ষক আন্দোলন ও ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জে জেলা শাখা।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদি মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমবেত হয়। পরে নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের বেসরকারি শিক্ষক কর্মচারীদের দাবিসমূহ- বাড়ি ভাড়া ৪৫% করতে হবে, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করতে হবে, নন-এমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং স্বৈরাচারী সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাইদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।
স্মারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেরণা, শিক্ষকদের প্রত্যাশা ও ৭ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হতে সরকারকে আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক জৈনুদ্দিন, অধ্যক্ষ মাও মুজিবুর রহমান, অধ্যক্ষ মাও আবু সাঈদ, অধ্যাপক ফজলুল হক জোয়ারদার আলমগীর, অধ্যাপক বশির আহমদ, মো রুস্তম আলী, সানাউল্লাহ খান প্রমুখ।