
নিজস্ব প্রতিবেদক : গত ১৬ অক্টোবর প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় "এখনও হাসিনার দোসরদের হাতেই কিশোরগঞ্জ" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কিশোরগঞ্জ ইটভাটা মালিক সমিতি।
এক প্রতিবাদে সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেছেন, ঐ সংবাদে আমাদের ইটভাটার সম্পর্কে প্রতিবেদক উল্লেখ করেন "প্রতিটি ইটভাটা চালুর সময় ৯০ হাজার টাকা এলআর ফান্ডে দেওয়া হয়"। আমাদের সমিতির কারোর বক্তব্য না নিয়ে ইটভাটার কথা উল্লেখ করে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা জেলা কমিটির পক্ষ থেকে এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, সরকারের নিয়ম অনুযায়ী ইটভাটা চালুর সময় সরকারের ফান্ডে নির্দিষ্ট একটা ফি ব্যাংক রশিদের মাধ্যমে জমা দিতে হয়, কিন্তু সংবাদে সরাসরি ৯০ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।
একজন জেলা প্রশাসকের বিরুদ্ধে আমাদের ইটভাটাকে জড়িয়ে যে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে আমরা তা সমর্থন করতে পারি না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।