নিজস্ব প্রতিনিধি : জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো স্লোগানে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে - শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন কার্যক্রমের টাইফয়েড টিকাদানে সার্বিক সহযোগিতা করার জন্য কিশোরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা সিভিল সার্জন।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন অভিজিত শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.পল্লব কুমার দেবনাথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাভিলেন্স ইম্যুনাইজেশন জেলা শাখার মেডিকেল অফিসার ডা. আজিজুল হক তানজিল, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. তারিকুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ রুহুল আমীন।
জেলা সিভিল সার্জন অভিজিত শর্মা বলেন -টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরীক্ষিত, অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত। এই টিকা নেওয়ার মাধ্যমে আমাদের শিশুরা তাদের সম্ভাব্য জীবন-হুমকির রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারে যা জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখবে।
কিশোরগঞ্জের ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশুর মধ্যে ইতোমধ্যে ২ লাখ ৯২ হাজারের বেশি শিশু টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করেছে। কর্মসূচি চলাকালীন নিবন্ধন ছাড়াও উপস্থিত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ও নবম শ্রেণী পর্যন্ত সব শিশুকে ধাপে ধাপে এই টিকার আওতায় আনা হবে।
এই টিকা বাহির/ফার্মেসী থেকে কিনতে খরচ হবে প্রায় সাড় তিন হাজার থেকে চার হাজার টাকার উপরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ কোটি শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।
কর্মশালায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে গুজববিরোধী গণসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে মিডিয়ার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।