আজ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীতে ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলমের নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন

আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:  বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে নরসিংদীর মাধবদীতে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ পিএলসি, মাধবদী শাখার সামনে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ, সচেতন ব্যবসায়ী সমাজ ও বাংলাদেশ ইসলামী ব্যাংক মাধবদী শাখার গ্রাহক ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ব্যাংকটিতে অসংখ্য অদক্ষ ও অযোগ্য কর্মকর্তাকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দিয়েছে। এর ফলে ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। ব্যাংকের টাকা নামে বেনামে লুটপাট করা হয়েছে। লুটপাট করা অর্থ ব্যাংকে অতি দ্রুত ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় বক্তারা আরো বলেন, “এস আলমের মতো লুটেরা ও মাফিয়া চক্র ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাদের নিয়োগ দেওয়া অদক্ষ কর্মকর্তাদের কারণে সাধারণ গ্রাহকরা সঠিক সেবা পাচ্ছেন না। আমরা অবিলম্বে এই অবৈধ নিয়োগ বাতিল এবং অদক্ষদের ছাঁটাইয়ের জোর দাবি জানাচ্ছি।” দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

ইসলামী ব্যাংক মাধবদী শাখার গ্রাহক ফোরামের সভাপতি জাফর উল্লাহ  খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন ও মোঃ সফি মোল্লা, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী এম এ মোমেন, আজিজুল হক ও গোলাম রাব্বী। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মাধবদী শাখার গ্রাহকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category