আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
সৌদী প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মাধবদী থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে গত বুধবার ৩০ সেপ্টেম্বর গভীর রাতে মাধবদী থানার একশ গজ দুরে মাধবদী কান্দাপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ দ্রুততার সাথে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে লুন্ঠিত মালামালের ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণ এবং নগদ ১০ হাজার টাকা সহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। ডাকাতির মতো গুরুতর অপরাধের পর এত দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারে মাধবদী থানা পুলিশ ব্যাপক পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে জানান স্থানীয়রা।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সারারাত নির্ঘুম থেকে অভিযান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মাধবদী থানার এস আই আল আমিন সহ তার একটি চৌকশ টিমকে এ টিমে এস আই আল আমিনের নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক ওমর কাইয়ুম, এস আই বারেক হাওলাদার, কনস্টেবল ফয়সাল, মাজাহার, শামীম ও সোহেল।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ কাজল মিয়া (৫০), পিতা-মৃত আলেক মিয়া, মাতা-জামেলা বেগম সাং-তালতলী থানা-পলাশ জেলা-নরসিংদী, ২। মোঃ শরিফুল ইসলাম (২৬) পিতা-মোঃ মুছা মিয়া মাতা-হেলেনা বেগম সাং-কান্দাপাড়া থানা-মাধবদী জেলা-নরসিংদী, ৩। মোঃ সাগর মিয়া (২২) পিতা-মোঃ কাইয়ুম মিয়া মাতা-আছমা বেগম সাং-কাজীরচর (বাঘের বাড়ি) থানা পলাশ জেলা নরসিংদী, ৪। মোঃ মৃদুল হাসান (২০) পিতা-আশরাফুল আলম মাতা-আলেয়া বেগম সাং-কাজীরচর (মফি মেম্বারের বাড়ি) থানা-পলাশ জেলা-নরসিংদী, ৫। মোঃ সুজন মিয়া (২০) পিতা-বাচ্চু মিয়া মাতা-ময়ছান বেগম সাং-কাজীরচর, থানা পলাশ জেলা-নরসিংদী, ৬। মোঃ মনির হোসেন (২)এবাদুল্লাহ (মুন্না (৩৮) পিতা-আব্দুল আজিজ মাতা-সাজেদা বেগম সাং-কাজীরচর, থানা পলাশ জেলা-নরসিংদী ও ৭। হীরানাথ দাশ (৪২) পিতা-বিজর কুমার দাস মাতা-শীবানী রানী দাস সাং-জয়নগর থানা পলাশ জেলা-নরসিংদী।
মাধবদী থানা ইনচার্জ ওসি নজরুল ইসলাম বলেন, “ডাকাতির মতো সংগঠিত অপরাধের বিরুদ্ধে মাধবদী থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরো বলেন, নবাগত পুলিশ সুপার মেনহাজুল আলম স্যারের নির্দেশে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আইনশৃঙ্খলা অবনতি ঘটাবে এমন ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।