আল আমিন, মাধবদী (নরসিংদী) : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য দাঁড়ি পাল্লা মার্কা পদপ্রার্থী ও মজলিসে সুরা, জেলা কর্ম পরিষদের সদস্য, পেশাজীবী পরিষদের সভাপতি মোঃ ইব্রাহিম ভুইয়া রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাস প্রদান করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আজ থেকে শুরু হচ্ছে হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। এই বৃহৎ শারদীয় উৎসবে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের। আপনাদের এই উৎসবের সার্বিক সফলতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী সহ বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের পাশে আছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার পক্ষ থেকে নরসিংদীর হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। নরসিংদীতে অতীতের ন্যায় এবারো যেন হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য নরসিংদী জেলার সবগুলো পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আমি নরসিংদীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ রাখছি। একই সঙ্গে শারদীয় ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তিপ্রিয় নরসিংদীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।