এম এ হান্নান পাকুন্দিয়া : বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৭অক্টোবর ) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল রুমে মাধ্যমিক শিক্ষক কর্মচারী ফোরাম এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী ফোরাম এর সভাপতি আতাউর রহমান সোহাগ সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি আহবায়ক ও কিশোরগঞ্জ জজ কোট পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন । উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ -২ জামায়াতে ইসলামী এমপি প্রাথী শফিকুল ইসলাম মোরল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ক,ম নুরুল আমিন, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ , কিশোরগঞ্জ সদর শাখা আহবায়ক ফরিদ উদ্দিন , হোসেনপুর শাখার আহবায়ক হেলাল উদ্দিন , পাকুন্দিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর সভা সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কদ্দুস মোমেন, কটিয়াদী ফেকামার কামিল মাদ্রাসা অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব , পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবদুল জব্বার, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও জেলা উপজের নেতৃবৃন্দ পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন। কালিয়াচাপড়া চিনির কল উচ্চ বিদ্যালয়ের রফিকুল আলম বাবু ও সাধারণ সম্পাদক আবুল হাসিম বুলবুল সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভা শুরুর আগে নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে পরিচিতি সভা শুরু হয়।