আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
মাধবদী এস পি ইনস্টিটিউশন স্কুলের এস এস সি ৯৩ ব্যাচের বন্ধু ইতোমধ্যে যারা মুত্যুকে বরণ করে নিয়েছে তাদের স্মরণে মাধবদী কাশিপুর মহল্লার বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন হাজী আব্দুল মালেক ভুইয়া এতিমখানা ও মাদ্রাসায় ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাধবদী এস পি ইনস্টিটিউশন স্কুলের এস এস সি ৯৩ ব্যাচের প্রায় শতাধিক বন্ধু ও মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে মৃত বন্ধু জিল্লুর রহমান শামিম, জহিরুল ইসলাম, বদিউল আলম দেওয়ান, অয়েচ উদ্দিন খোকন, মাসুদ কিরন, সামসুল আলম সহ সারাদেশের এস এস সি ৯৩ ব্যাচের মৃত বন্ধুদের স্মরণে স্মৃতিচারণ করে আলোচনা দোয়া করেন।
মৃত্য বন্ধুদের স্মরণ করে আলোচকরা বলেন, আমরা প্রতিদিন মৃত্যুর উদ্দেশ্যে বেঁচে থাকি। আমরা কে কতোটা ভালো আছি বা ভালো থাকি তার খবর আমাদের নিজেদের মস্তিষ্কও রাখে না। আমাদের বন্ধু যারা আজ আমাদের মাঝে নেই তাদের মতো আমাদেরও একদিন হারিয়ে যেতে হবে। একদিন আমাকে নিয়েও বন্ধুদের মাঝে আলোচনা হবে। আল্লাহ আমাদের বন্ধুদের বেহস্ত নসিব দান করুক।
এসময় ৯৩ ব্যাচের বন্ধুদের স্মৃতিচারণ করে গুরুত্বপুর্ণ আলোচনা করেন নরসিংদী জেলা বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, মাধবদী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়েরুল ইসলাম, সদস্য সচীব এহতাসেমুল হক মাসুম, মাধবদী শহর ওলামা দলের সভাপতি কবির হোসেন, কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি হাজী হান্নান সহ আরো গন্যমান্য ব্যক্তিরা। আলোচনা শেষে মসজিদের ইমাম মাওলানা মাফুজ সাহেব দোয়া করেন। পরে মাদরাসার এতিম ছাত্রদের মাঝে রাতের খাবার বিতরণ করেন।
#
Leave a Reply