আল আমিন, নরসিংদী প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর মুরাদ নগর গ্রামে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত এবং আরো অন্তত দশ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি সদর উপজেলার মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দলীয় বিভাজন তৈরি হয়। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ক্রমেই তীব্র আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধ হলে ইদন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং অন্তত আরও ১০ জন আহত হন বলে জানান।
অবৈধ বালু উত্তোলন এখন নরসিংদী জেলার জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। ড্রেজার মেশিনের দৌরাত্ম্য শুধু নদীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে না, বরং কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের জীবনও। আর কত মা তাদের সন্তান হারাবেন, কত পরিবার শোকে ভেঙে পড়বে তা এখন শুধু সময়ের অপেক্ষা। এই অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের নীরব ভূমিকা জনমনে গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে। নীরবতা কি তবে মদদ দেওয়ার ইঙ্গিত? নাকি সাধারণ মানুষের জীবন ও পরিবেশের কোনো মূল্যই নেই তাদের কাছে এমন প্রশ্ন সাধারণ মানুষের।
নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী জেলার বেশ কয়েকজন সাংবাদিক তাদের মিডিয়ায় সংবাদ প্রচারের জন্য সকালেই নরসিংদী সদর হাসপাতালে গেলে একপক্ষ সাংবাদিকদের ওপর চড়াও হয়ে লাঠিসোটা দিয়ে মারধোর করতে থাকে এসময় যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের মাথায় ও শরিরে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে। পরে উপস্থিত লোকজন ও সাংবাদিকরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এ ন্যাক্কারজনক ঘটনায় নরসিংদীতে তীব্র নিন্দা প্রতিবাদের ঝড় বইছে।
Leave a Reply