নীল জলে ভেসে থাকা রক্তিম স্বপ্ন,
শাপলার পাপড়িতে জমে থাকা নীরব অশ্রু,
যেন আমার হৃদয়ের অন্তর্গত এক গোপন আর্তি।
ফুটে ওঠে প্রতিদিন, আবার নিঃশব্দে ঝরে যায়।
সাতলার বিলের লাল সাগর যেন
আমার বুকের রক্তাক্ত আকাঙ্ক্ষা-
সে আছে, অথচ নেই,
যেমন শাপলা ফুটে আবার ঝরে পড়ে।
ডিবির হাওরে পাহাড়ের পাদদেশে
যে মেঘেরা জমে ওঠে,
তাদের ছায়ায় আমি দেখি তার মুখ।
কিন্তু কাছে যেতেই
দূরত্বের সীমান্ত আমাকে ফিরিয়ে দেয়।
নরাইট বিলের নীরব জল
আমার সমস্ত অভিমান গিলে নেয়।
সে ছিলো একদিন,
তারপর শব্দহীন নিঃশব্দে হারিয়ে গেলো,
শাপলার ক্ষণিকের সাদা পাপড়ির মতো।
ঘোড়াদিঘীর অসংখ্য শাপলা
আমার অনুরাগের প্রতিচ্ছবি।
তবু কেউ বোঝে না,
প্রেম এখানে রূপকথা নয়,
বরং দীর্ঘশ্বাসের ঢেউ,
যা শুধু নৌকার দুলুনিতে ভেসে বেড়ায়।
আর রূপগঞ্জের পদ্ম-শাপলার মিলন
আমাকে শেখায় অসম প্রেমের গল্প-
যেন সে পদ্ম, আর আমি শাপলা,
একই জলে ভেসে থেকেও
ভিন্ন রঙে, ভিন্ন নিয়তিতে।
প্রেম এক বিলের মতো
সৌন্দর্যের ভেতরে লুকোনো ভঙ্গুরতা,
যেখানে ফুল ফোটে আলোয়,
কিন্তু স্পর্শ করলেই হারায় অস্তিত্ব।
তাহলে আমাদের প্রেমও কি
এই শাপলার মতোই নয়?
অগণিত, সুন্দর, দীপ্ত;
তবু কেবলই ক্ষণিকের ভাঙা স্বপ্ন।
#
আকতার জামিল, যুগ্মসচিব, শিক্ষা মন্ত্রণালয়, মুঠোফোন:০১৬৭০১৯৫১৯৬
Leave a Reply