আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:
দুর্নীতির তথ্য সংগ্রহ করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা চালায় নরসিংদীর মাধবদীর মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউসারের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনিরা। সোমবার (৮ সেপ্টম্বর) বিকেলে সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
এসময় দৈনিক যুগান্তর পত্রিকার মাধবদী প্রতিনিধি জাকারিয়া, আনন্দ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান ও চ্যানেল ২১ এর মাধবদী প্রতিনিধি শাহিনকে মারধর করে ক্যামেরা ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোন, মোটরসাইকেল, মোটরসাইকেলের চাবি ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তারা দুর্নীতির প্রমাণ সংগ্রহ করছিলেন। এমন সময় চেয়ারম্যান মুফতি কাউসারের ইঙ্গিতে তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।
খবর পেয়ে মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) বারেক ও জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের প্রাথমিক তদন্তে হামলার সত্যতা মিলেছে।
ভুক্তভোগী সাংবাদিকরা চেয়ারম্যান মুফতি কাউসারের খুঁটির জোড় চিহ্নিত করে তাকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ইতোমধ্যেই এ ব্যাপারে নরসিংদী পুলিশ সুপার এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঘটনার পর পরই মাধবদী প্রেসক্লাবে এক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চেয়ারম্যান মুফতি কাউসারের শাস্তি দাবী করেন।
Leave a Reply