ধলাইয়ের তীরে ভেঙে গেছে আকাশ
সাদা পাথর ঝরে পড়ে ধুলোর মতো
লোভের নৌকা কেটে নেয় নদীর বুক
পাহাড়ের হৃদয় খসে পড়ে শূন্যে।
যেখানে একসময় ছিল কোমলতা
এখন সেখানে কেবল হিসাব,
নদীর কান্না, পাহাড়ের হাহাকার।
রাজনীতির মঞ্চে বাজে লুটের সুর
একটি পাথর মানে এক টুকরো হৃদয়
যা বিক্রি হয়ে যায় বালির দামে।
তবু ভাঙা উপত্যকার ভেতর
অশ্রু জ্বলে ওঠে দীপ্তির মতো,
যেন ভালোবাসাই হয়ে ওঠে প্রতিবাদ।
লেখক পরিচিত : শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তরফদার মোহাম্মদ আকতার জামিল।
Leave a Reply