আজ ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িত ২ জন গ্রেপ্তার

আল আমিন, নরসিংদী:  নরসিংদীতে কাপড়ের দোকান কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) কে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

এর আগে ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও তাঁর সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেম এর ছেলে রাকিব মিয়া (২৫)।

গ্রেপ্তারকৃত রাকিব আদালতে দেয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া (২০) নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। আসামী কাউসার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানে কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির পানির ছিটা পড়ে। এসময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবী করে। এ নিয়ে দুজনের মধ্যে মধ্যে তর্কবিতর্ক হয়।

এই জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়া বাড়ী হতে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ীর সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি হতে দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category