নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সিটি কলেজে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মানুষ গড়ার কারিগর বিশিষ্ট শিক্ষানুরাগী মো: রিপন মিয়া।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক এক আদেশে ২৪ আগষ্ট রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিধানমালা অনুযায়ী কিশোরগঞ্জ সিটি কলেজ অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ছয় মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়। এতে বিশিষ্ট শিক্ষানুরাগী মো: রিপন মিয়াকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এবং অধ্যক্ষ মো: নোবেল ভূইয়াকে প্রতিষ্ঠানের পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন। এছাড়া এডহক কমিটির সদস্য হিসেবে রয়েছেন শিক্ষক প্রতিনিধি শুভংকর আচার্য্য ও অভিভাবক হিসেবে বাদল দত্ত রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো: রিপন মিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বিশাল দায়িত্বেরও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো যাতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার উন্নয়নে অবদান রাখতে পারি। আমি সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নসহ সব ধরনের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো। তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই সাথে অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের, আধুনিক পদ্ধতিতে নিয়মিত পাঠদানে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
নবনির্বাচিত সভাপতি মো: রিপন মিয়া চরশোলাকিয়া ঈদগাহ এলাকার মো: তারু মিয়ার কৃতি সন্তান। তিনি স্বনামধন্য এইম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘ ১০/১২ বছর যাবৎ দায়িত্বরত রয়েছেন।
মো: রিপন মিয়া কিশোরগঞ্জ সিটি কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়া ঘোষণায় বিভিন্ন সামজিক সংগঠন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন।
Leave a Reply