আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
পাষন্ড স্বামীর হাতে তিন সন্তানের মায়ের খুনের ঘটনা ঘটেছে নরসিংদীর মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের খিলগাঁও গ্রামে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঘটেছে এই মর্মান্তিক হত্যাকান্ডটি। স্বামী জজ মিয়ার (৪২) হাতে প্রাণ হারিয়েছেন তার স্ত্রী শাহানাজ (৩৩)। নিহত শাহানাজ দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে জজ মিয়া তার জেঠাতো ভাই মো: এমারত মিয়াকে ফোন করে জানান যে তিনি নিজ স্ত্রী শাহানাজকে নিজ ঘরে শ্বাসরোধ করে নিজেই হত্যা করেছেন। জানা যায়, জজ মিয়া ও শাহানাজ ঢাকার কাঁচপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন শনিবার দুপুরেই তারা জজ মিয়ার পৈত্রিক বাড়ি মাধবদীর খিলগাঁও গ্রামে আসেন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই বাড়িটিতে কেউ বসবাস করছিল না বলেও জানান স্থানীয়রা। এই নির্মম হত্যাকান্ডের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নির্মম এই হত্যাকাণ্ডে তাদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্ত্রী হত্যাকান্ডের ঘটনার সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। পুলিশ জানায় নিহত শাহানাজের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী জজ মিয়া পলাতক রয়েছে। ময়না তদন্ত শেষে রিপোর্ট দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে। পরে নিহত শাহানাজের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।
Leave a Reply