হুমায়ুন রশিদ জুয়েল : কিশোরগঞ্জের মাইজখাপন ইউনিয়ন কালাইহাটি গ্রামে উত্তর পাড়া,পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের বাসিন্দা প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।
শুক্রবার (১৫ই আগস্ট) সময় দুপুর ১ টা ৫০ মিনিটে মোঃ খলিল মিয়া তার ভাই ও ভাইস্তাদের নিয়ে জুম্মার নামাজ শেষে,কালাইহাটি উত্তরপাড়া বাইতুল নূর মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলামের লাঠিয়াল বাহিনী পুর্বপরিকল্পিত ভাবে খুন করার উদ্দেশ্যে উৎপেতে বসে থাকে দেশীয় অস্ত্র লাঠি, রড, রামদা সহ দলবল নিয়ে এবং তাইজুল ইসলামের হুকুমে অতর্কিতভাবে পিছন দিক থেকে তাদের উপর হামলা চালিয়ে খলিল মিয়া ও নুরুল্লাহ সহ পাঁচজনকে গুরুতর রক্তাক্ত জখম করে।
আহতদের ডাক চিৎকার শুনে, স্থানীয় লোকজন এগিয়ে এসে, তাদের হাতে থেকে উদ্ধার করে আহতদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদস হাসপাতালে ভর্তি করেন।
এলাকা সূত্রে জানা যায়, কালাইহাটি বাইতুল নূর জামে মসজিদের অজুখানা এবং গোসলখানা নির্মাণে কাজে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে।
পুলিশ সূত্রে জানা যায় , মো:খলিল মিয়া পিতা – সোহরাব উদ্দিন, গ্রাম কালাইহাটি উত্তরপাড়া, বাদী হয়ে,একটি লিখিত অভিযোগ করেন। এদের মধ্যে শফিকুল ইসলাম (৩৮) তাইজুল ইসলাম ( ৫০) রফিকুল ইসলাম (৪১) সর্ব পিতা : হানিফ মুন্সি,কাজল মিয়া(৪৮) পিতা মৃত – মুসলিম মিয়া,আরাফাত মিয়া(২১) রতন মিয়া (২৪)আলী হোসেন (২৫) সর্ব পিতা কাজল মিয়া,,হাওয়া আক্তার (৪২) স্বামী :তাইজুল মিয়া, এই আটজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল্লাহ আল -মামুন এর সঙ্গে কথা হলে, তিনি জানান – আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply