আজ ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় উপস্থিত হলেন আ’লীগ নেতা মোখলেছ

আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো নরসিংদীর মাধবদীবাসী। মাধবদী ১০ নং ওয়ার্ড (আনন্দী) আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমানের মমতাময়ী মা রোববার (১৭ আগস্ট) বিকেলে ইন্তেকাল করেন। পরে আনন্দীর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান সোমবার ১৮ আগস্ট সকালে কারাগার থেকে ৩ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো প্রিয় মা’কে দেখতে এবং জানাজায় অংশ নিতে নিজ বাড়িতে আসেন।
তিনি গত বছর ৫ আগস্টের পর মাধবদীর আওয়ামীলীগের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়ে নরসিংদী জেলা কারাগারে ছিলেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মাধবদী আনন্দী আটপাইকা ঈদগাঁ মাঠে মোখলেছের মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে ঈদগাঁ কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে ফের পুলিশের গাড়িতে করে তাকে কারাগারে নেওয়া হয়।
মোখলেছুর রহমানের প্রিয় মায়ের জানাজায় উপস্থিত হওয়ার পথেও ছিল নানা বাধা-বিপত্তি। এমনকি মায়ের কবরেও মাটি দেওয়ার সুযোগ মিলেছে শত প্রতিকূলতার ভেতর দিয়ে। এ দৃশ্য উপস্থিত প্রত্যেকের হৃদয় স্পর্শ করেছে গভীরভাবে।
এই ঘটনা স্মরণ করিয়ে দেয়—রাজনীতি এমন হওয়া উচিত নয় যেখানে ব্যক্তিগত ও পারিবারিক শোকেও মানবিকতার স্থান হারিয়ে যায়। বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক নেতাদের জন্য এটি এক বড় উদাহরণ। যেন এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হন, যা একদিন আপনাকেও প্রিয়জনের শেষ বিদায়ে বাধার মুখে ফেলতে পারে।
মোখলেছুর রহমান তার মায়ের জানাজায় অংশ নিয়ে তিনি বুকভরা কান্নায় বিদায় জানান প্রিয় মা’কে। দীর্ঘদিনের বিচ্ছেদ ও কারাবাসের যন্ত্রণার মাঝে মায়ের মৃত্যু যেন তার জীবনে আরও গভীর বেদনার দাগ কেটে গেল। সন্তানের চোখের জল দেখে এলাকাবাসীর হৃদয়ও ভারাক্রান্ত হয়ে ওঠে।
#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category