আল আমিন, মাধবদী(নরসিংদী) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন করেছে মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকরা। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবদী প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক শেখ সাদী, আহ্বায়ক কমিটির
সদস্য মো. ওবায়দুর রহমান, মতিউর রহমান, সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক একে ফজলুল হক, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন, সাবেক সেক্রেটারি মো. সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য মোঃ আল আমিন, কাজি জয়নাল, ফজলুল হক মিলন, রেজাউল করিম, মো. মুছা মিয়া, জাকারিয়া, হুমায়ুন কবির ভুইয়া, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে হত্যার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এক কণ্ঠে তারা ঘোষণা দেন-সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।