নিজস্ব প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা।
কিশোরগঞ্জ প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের আয়োজনে, ৯ আগষ্ট শনিবার জেলা শহরের কালিবাড়ি সংলগ্ন বিজয় চত্ত্বরে বেলা বারোটা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
আবহাওয়ার প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা পোষণ করতে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ ইকবালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মু আ লতিফ, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম ফকির মতি, আলম সারোয়ার টিটু, বিডি চ্যানেল ফোর এর সম্পাদক আহমেদ ফরিদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, হাওর টাইমস এর সম্পাদক খায়রুল ইসলাম ভূঁইয়া, আজকের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, এখন টিভি’র জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, সাউথ এশিয়ান টাইমস-এর জেলা প্রতিনিধি মো. মনির হোসেন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় আটক ও নেপথ্যে যারা রয়েছে সুষ্ঠু তদন্তে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, সেই সাথে সাংবাদিক সাগর রুনি হত্যা বিচারের পাশাপাশি সবধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।
Leave a Reply