আজ ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীর অগ্নিকান্ড আতঙ্কে ব্যবসায়ীরা’ ফুটপাত দখল ও বিদ্যুৎ এর অব্যবস্থাপনায় ব্যবসায়ীদের মানববন্ধন

আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা:

গত এক মাসের ব্যবধানে মাধবদীতে তিনটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীরা আগুন আতঙ্কে রয়েছেন। গত ৪জুলাই মাধবদী মুদি, মুড়ি ও স্বর্ণ পট্রিতে এক ভয়াবহ অগ্নকান্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় কয়েকশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকান্ডের ধোঁয়ার গন্ধ শেষ না হতেই ফের গত ১৪ জুলাই লুৎফুল্লাহ মার্কেটের দুটি সুতার গোডাউন ও একটি ঝুট মালের দোকান পুড়ে ছাই হয়ে যায়। সর্ব্বশেষ গতকাল মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা, ইলেকট্রনিকস ও মুদি সামগ্রীর সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পর থেকেই মাধবদী স্কুল সুপার মার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা আশঙ্কা করছেন, একই ধরনের দুর্ঘটনা যেকোনো সময় এই মার্কেটেও ঘটতে পারে।

এই পরিস্থিতিতে, অগ্নিকান্ডের ঘটনার দিনই বুধবার সকালে স্কুল সুপার মার্কেটের প্রায় শতাধিক ব্যবসায়ী একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে তারা ফুটপাতজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, এলোমেলো বিদ্যুৎ সংযোগ এবং সামগ্রিক নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানান।

মানববন্ধন শেষে ব্যবসায়ী প্রতিনিধিরা মাধবদী এসপি ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক সজল চন্দ্র দাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের উদ্বেগের কথা জানান।

ব্যবসায়ীরা বলেন, স্কুল মার্কেট সংলগ্ন ফুটপাতে গড়ে ওঠা দোকানপাটের কারণে অগ্নিকাণ্ড বা অন্য জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি মার্কেটের আশেপাশে অপরিকল্পিতভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ পুরো মার্কেট এলাকাকে এক ধরনের বিস্ফোরক পরিস্থিতিতে পরিণত করছে।

এসময় ব্যবসায়ীরা তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানান : ফুটপাত থেকে দোকান উচ্ছেদ, পরিকল্পিত ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা, বাজার এলাকায় কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন, প্রশাসনের নিয়মিত তদারকি ও নজরদারি বৃদ্ধি।

ব্যবসায়ীদের এই কার্যক্রম এলাকাবাসীর মধ্যেও ব্যাপক সচেতনতা সৃষ্টি করে। সকলের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বাজার এলাকাকে নিরাপদ ও সুসংগঠিত পরিবেশে রূপান্তর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category