হুমায়ুন রশিদ জুয়েল : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে কিশোরগঞ্জ তাড়াইলে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টায় তাড়াইল উপজেলা পরিষদের চত্বরে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ৩৫টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় সহস্রাতিক শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী।
মানববন্ধনে তাড়াইল উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান অন্যান্য প্রধান শিক্ষকগণসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা বলেন ‘প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে।তারা আরও বলেন, ‘কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এ সকল শিক্ষার্থীদের। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।’
মানববন্ধনের শিক্ষার্থী ও শিক্ষকরা দাবি করে বলেন, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। শিক্ষা যেহেতু মৌলিক অধিকার তাই বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের সুযোগ করে দেওয়া উচিত। বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, বৃত্তি হচ্ছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণার জন্য বৃত্তি পরীক্ষার দাবিতে আন্দোলন করছি। উপদেষ্টা মন্ডলী দ্রুত ১৭ তারিখের পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারির মধ্যে দিয়ে শিক্ষার বৈষম্য দূর করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিবে।
পরে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)পপি খাতুনের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply