এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ২৯ জুলাই মঙ্গলবার দুপুর ৩টায় কালিয়াচাপড়া চিনির কল উচ্চ বিদ্যালয়ে “সততা স্টোর” এর শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালিয়াচাপড়া চিনির কল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার, ও কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ বিল্লাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ দুর্নীতি দমন কমিশন সহকারি পরিচালক মো: ইসতেহাদ আহমেদ, পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উমর ফারুক, একাডেমি সুপার ভাইজার সারফুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি দমন কমিশন কমিটির সাধারন সম্পাদক তরিকুল হাসান শাহীন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কাচিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসেম । অনুষ্ঠানে সাংবাদিক শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের মাঝে সততা স্টোর কমিটির সদস্যদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা ও নৈতিক জীবন যাপনের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবার ও সমাজকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিল্লাল হোসেন স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন শেষে উপস্থিত সকলে দুর্নীতিকে না বলার শপথ গ্রহণ করেন।