আল আমিন, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে গ্রেপ্তার ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। সোমবার (২৮ জুলাই) দুপুরে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)।
তিনি বলেন, রোববার (২৭ জুলাই) দিনব্যাপী চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধার করা হয়। এসময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানান তারা। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার (২১ জুলাই) দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় মোমেনা বেগম (৪৫) নামের এক নারী গুলিতে নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব এর সমন্বয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাড়াশী অভিযান পরিচালনা করা হয়। এসময় শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়াকে গ্রেপ্তার ও বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
Leave a Reply