নিজস্ব প্রতিবেদক : সুস্থ সুন্দর সমাজ গড়ি মাদককে না বলি, করেছি দৃঢ় অঙ্গীকার মাদক নির্মূল হবে এবার, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের যুব সমাজকে বাঁচান এসব স্লোগানকে সামনে রেখে "মাদকমুক্ত সমাজ চাই" ব্যানারে মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ মধ্যপাড়া এলাকাবাসীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাদাত সায়েমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নয়ন কারকুন।
সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়ার সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন জাফরাবাদ ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা অভিজিৎ পোদ্দার।
প্রধান আলোচক ও প্রধান অতিথি তাদের বক্তব্যে বলেন, ‘সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে আইন শৃঙ্খলার পাশাপাশি পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে এমন সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে এ কাজে এগিয়ে আসতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে।
আলোচনা সভায়, জাফরাবাদের ইউপি সদস্য আ: কাদির, সাহাব উদ্দিন মাস্টার, হাফেজ মাওলানা জাকারিয়া, মাজহারুল ইসলাম, খাইরুল ইসলাম, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম ও সাদ্দামসহ যুবসমাজের আরও অনেকেই বক্তব্য রাখেন।
পরে তারা মাদকের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে স্ট্যাম্পের মাধ্যমে লিখত প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় জাল্লাবাদ এলাকার সকল বয়সের শতশত লোকজন উপস্থিত ছিলেন।