আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানয় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর হারুন অর রশিদ সম্প্রতি বাড়িতে ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি আমদিয়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি হাজী আবু ছিদ্দিক মিয়ার কান্দাইল বাজারের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন।
এমন সংবাদ পাওয়ার পরপরই মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হারুনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।