হাওরাঞ্চল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: সরকারি অনুমোদিত “ভূমিসেবা সহায়তা কেন্দ্র”র আনুষ্ঠানিক উদ্বোধন হলো কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার পুরাতন বাজারে। নতুন এ সেবাকেন্দ্রের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা), জমির নকশা ইত্যাদি ভূমিসংক্রান্ত সেবা নির্ধারিত ফি’র বিনিময়ে দ্রুততার সঙ্গে প্রদান করা হবে।
এ সময় শুভ উদ্বোধন করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি, নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)প্রতীক দত্ত,
বীর মুক্তিযোদ্ধা মুশিদ আলী মাস্টার, উপজেলা জিসাসের আহ্বায়ক মিয়া হোসেন, বিএনপি নেতা কামরুল ইসলাম, সাংবাদিক ও সাধারণ জনগণ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা মজুমদার মুক্তি জানান,সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবা সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নির্ধারিত সেবার ফি জমা দিয়ে সেবাগ্রহীতারা এখান থেকে অনলাইন ভিত্তিক ভূমিসংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
সেবা সহায়তা প্রতিষ্ঠানের নাম: সাজনী কম্পিউটার্স, প্রোঃ মোঃ আলমগীর হোসেন।
ঠিকানা: নিকলী পুরাতন বাজার, শিল্পাল শপিং কমপ্লেক্স নিচতলা, নিকলী, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯২২-৩২৩৭৪৪, ০১৮২৬-৯৭৯৫৪৭
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই সহায়তা কেন্দ্র ভূমিসেবা গ্রহণে হয়রানি ও দুর্নীতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply