আজ ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীতে পুলিশের অভিযানে ১২ লাখ টাকার গাঁজা সহ ২ মাদক কারবারি আটক 

আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: বিপুল পরিমানের গাঁজা উদ্ধারে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে নরসিংদীর মাধবদী থানা পুলিশের। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত চৌকস এক অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মাধবদী থানার খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে সন্দেহভাজন নীল-হলুদ রঙের একটি ১.৫ টনের পিকআপ ভ্যান যার (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।
পুলিশ জানায়, পিকআপ ভ্যান গাড়ির বডির নিচে তৈরি করা হয় এক বিশেষ গোপন চেম্বার, যাতে অভিনব কায়দায় মাদকদ্রব্য (গাঁজা) লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশিকালে সেই গোপন চেম্বার থেকেই উদ্ধার করা হয় ৬০ কেজি গাঁজা। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা হবে।
অভিযানে নেতৃত্ব দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম। তাঁর সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন এসআই মোঃ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন এবং এএসআই মোঃ সাজ্জাদ হোসেন। পুরো অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কৌশল ও সাহসিকতার প্রশংসা করছেন স্থানীয়রা।
গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীরা হলো মোঃ খোকন মিয়া (২৫), পিতা: মৃত মতি মিয়া, সাং- ধামাউরা, থানা- সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও মোঃ নিরব আহম্মেদ (১৯), পিতা-সাইদুর রহমান, সাং- আহরন্দ, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। গ্রেপ্তাকৃত আসামীদের বিরোদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মাধবদী থানায় তাদের বিরোদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধিন রয়েছে। এই অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৬০ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা ও পাচারকাজে ব্যবহৃত উল্লিখিত পিকআপ ভ্যান।
মাদক বিরোধী এই সফল অভিযান নিঃসন্দেহে মাধবদী থানা পুলিশের সাহসিকতা, নিষ্ঠা এবং অপরাধ দমনে অঙ্গীকারবদ্ধ ভূমিকার প্রতিফলন। এলাকাবাসী ও সচেতন মহল মাধবদী থানা পুলিশকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। মাদক নির্মূলে মাধবদী থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযান যুবসমাজকে রক্ষায় ও সমাজ থেকে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category