আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীতে আগুনে পুড়ে ছাই হলো শতাধিক দোকান- ব্যবসায়ীদের কান্নায় ভাড়ি হয়ে উঠেছে বাতাস

আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হলো শিল্পাঞ্চল খ্যাত নরসিংদী মাধবদী বাজারের ছোট-বড় প্রায় শতাধিক দোকান ঘর। শুক্রবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে মাধবদী বাজারের মুড়ি, মুদি, ইলেক্ট্রিক ও স্বর্ণ পট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডাম্পিং কাজ শেষ করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে এবং এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভোর ৫টায় ফজরের নামাজ শেষে মাধবদী বাজার বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভাতে ছুটে আসেন। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ঘরগুলোতে খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। মূহুর্তের মধ্যে আগুন স্বর্ণ পট্রি থেকে মুদি, ইলেক্ট্রিক ও মুড়ি পট্রিতে ছড়িয়ে পড়ে। এরপর একে একে দমকল বাহিনীর মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের ৭টি ইউনিট ও মাধবদী থানার এস আই মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে যায়। ততক্ষণে আগুনের তীব্রতায় মুদি, ইলেক্টিক, পাইকারী খাদ্যপণ্যের এবং স্বর্ণের প্রায় শতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে ভস্মিভুত হয়ে যায়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানাযায়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান সঠিক ভাবে এখনো নিরূপন করা না গেলেও এ অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে দাউ দাউ করে আগুন বাড়তে থাকে পরে একে একে আরও ইউনিট যুক্ত হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, কি কারণে আগুনের সঠিক সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
মাধবদী থানার এস আই মোঃ আল আমিন জানান, খুব ভোরে ফজর নামাজ শেষে জানতে পারি মাধবদী বাজারের গুরুত্বপুর্ণ স্থান স্বর্ণ, মুড়ি, মুদি ও পাইকারী মালামালের দোকানে ভয়াবহ আগুন লেগেছে শুনে আমি আমার থানা থেকে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছাই এবং দমকল বাহিনিদের সহযোগিতা করি। পাশাপাশি আমাদের পুলিশ টিমের নজর ছিলো যেনো কেউ সুযোগ বুঝে লুটতরাজ না করতে পারে। ক্ষয়ক্ষতির পরিমানটা তাৎক্ষনিক বলা যাচ্ছে না বলেও তিনি জানান।
অগ্নিকান্ড নিয়ন্ত্রনের পর মাধবদী বাজারের পুড়ে যাওয়া দোকান ও ব্যবসায়ীদের খোজ খবর নিতে এবং পরিদর্শনে আসেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন, আবু সালেহ চৌধুরী, আমান উল্লাহ আমান, নরসিংদী থানা জামায়াতের সেক্রেটারী আব্দুল আজিজ, শহর জামায়াতের আমির আমিনুল হক সহ জামায়াতের আরো নেতা কর্মীরা, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও পরিচালকরা এছাড়া স্থানীয় বিএনপি’নেতা কর্মীরাও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category