এম এ হান্নান পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চরআলগী মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে তিন শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬) তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নবম শ্রেণীর ছাত্রী শাপলা (১৫) উদ্ধার করে, বাকী দুজন কে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন বলেন,নৌকাডুবিতে তিনজন শিক্ষার্থী নিখোঁজের তথ্যটি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে সাথেই পাকুন্দিয়া উপজেলা প্রশাসন স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে ইতোমধ্যে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।’
ফায়ার সার্ভিসের পাকুন্দিয়া ইউনিটের ইনচার্জ টিপু সুলতান জানান, ‘ফায়ার সার্ভিসের পাকুন্দিয়া ইউনিটে ডুবুরি দল নেই তাই ঘটনার পর পরেই কিশোরগঞ্জ ইউনিটকে খবর দেয়া হয়েছে। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে।
Leave a Reply