আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা অগ্রাধিকারে পরিচ্ছন্নতা, ড্রেন ও রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০জুন) সকালে পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মমতাজ বেগমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম মাস্তান।
অন্যদের মধ্যে পৌরসভার অতিরিক্ত দ্বায়িত্বে নিয়োজিত এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মামুন অর রশীদ। পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনোদন, তথ্যপ্রযুক্তি, পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা, ড্রেন, রাস্তা ও অবকাঠামো নির্মাণ, মেরামত ও সংস্কার, শহর অবকাঠামো উন্নয়নকরণ, পরিচ্ছন্নতা ও ডাম্পিং ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৩২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ২১৩:৪৮ টাকা, পানি সরবরাহ খাতে ৪ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ২২৮ টাকা, উন্নয়ন খাতে ৫ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ১৬৭:৮৭ টাকা, প্রকল্প খাতে ২৪ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৭৫৩:৪৩ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ টাকা ২১ হাজার টাকা আয় ধরা হয়েছে।
৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৭৮:৭৮ টাকা উদ্বৃত্ত দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ২৯ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা, পানি সরবরাহ খাতে ৪ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৩২৩ টাকা, উন্নয়ন খাতে ৫ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ৫৮২ টাকা, প্রকল্প খাতে ২৪ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রশাসক মমতাজ বেগম। এসময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category