আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত 

নিজস্ব  প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, পরিবেশ রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন, পথসভা, লিফলেট বিতরণ ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

৩০ জুন সোমবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে – “প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” স্লোগানে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে (পরম চত্ত্বর) ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।


পথসভায় সংগঠনের সভাপতি এডভোকেট হামিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল গনি, বাপা জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক শফিক কবীর, সহসম্পাদক খন্দকার আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম, কোষাধক্ষ লুৎফুল কবীর, সাংগঠনিক সম্পাদক মীর জাহান ভূইয়া, কার্যকরী সদস্য পল্লী চিকিৎসক ওবায়দুল্লা, শিক্ষক হারুনূর রশিদ, শিক্ষিকা কামরুন্নাহার, ওসমান গণী তন্ময়, হাসিবুল হোসেন শান্ত, সাংবাদিক খায়রুল ইসলাম, ছাত্র তাসপিয়া ও ইমন, কবি সুরর্না দেবনাথ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন- বাঁচলে পরিবেশ, বাঁচবো আমরা-বাঁচবে আগামী প্রজন্ম। তাই, কিশোরগঞ্জ শহরের মধ্যদিয়ে বয়ে চলা মৃত প্রায় নরসুন্দা নদীর অবৈধ দখল-দূষণ থেকে মুক্ত করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুকুর ভরাট করে স্থাপনা গড়ে তোলায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং পুকুর ভরাটকারীদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


মানববন্ধন ও পথসভা শেষে যাত্রী-চালক, পথচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফটের বিতরণ এবং জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category