হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার : জুলাই আন্দোলন পরর্বতী চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান। ২৭ জুন শুক্রবার সন্ধ্যায় তাড়াইল থানায় তাড়াইলের স্থানীয় সাংবাদিকবৃন্দ সাথে মতবিনিময়ে সময় ওসি বলেন, যেসব সাংবাদিক পুলিশের অনিয়ম, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে লেখেন, তাদের অনেকে মনে করেন পুলিশ তাদের শত্রু।কিন্তু তাদের অবস্থানও পুলিশের পক্ষে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অনেক সময় দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কারণে জুলাই আন্দোলনের পর হতে পুলিশের মাঠ পর্যায়ে দুর্নীতিমুক্ত সৎ ও মানবিক পুলিশের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের যে কোন ক্রান্তিকালে সম্মূখযোদ্ধা হিসেবে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে মাঠে কাজ করে। তাই সাংবাদিকরাই পুলিশ প্রকৃত বন্ধু। এক প্রতিক্রিয়ায় ওসি সাব্বির রহমান বলেন, আমি ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেছিলাম। তাই সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে। সভায় আগামী ১১ জুলাই, ২০২৫ রোজ শুক্রবার বিকাল ০৪.০০ ঘটিকায় তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাড়াইল সাংবাদিক একাদশ বনাম তাড়াইল থানা পুলিশ একাদশ এর মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে,এই মর্মে সর্বসম্মতিক্রমে স্বীদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় তাড়াইলের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।