আল আমিন, নরসিংদী : নরসিংদীতে রাসেল মিয়া নামে এক জেল পলাতক আসামী গ্রেপ্তার করেছে র্যাব ১১। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া (৪২) নরসিংদী সদর থানার পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় সে পালিয়ে যায়। এরপর হতে সে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শহরের আল্লাহু চত্বর এলাকা হতে তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply