আল আমিন, মাধবদী সংবাদদাতা: নরসিংদী মাধবদী থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের তিন শীর্ষ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই দলটির মূল পরিকল্পনাকারী ও সমন্বয়ক হিসেবে কাজ করতেন।
গত ৪৮ ঘণ্টা ধরে চালানো বিশেষ অভিযানে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গাজীপুর থেকে ফিরোজ, জসিম ও মোস্তাক নামের তিনজন শীর্ষ ডাকাতকে আটক করা হয়।
জানাগেছে, গত ৩ জুন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে এসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা আন্তঃজেলা ডাকাত দলের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
এসব তথ্যের ভিত্তিতে গত ৪৮ ঘণ্টা ধরে চালানো বিশেষ অভিযানে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গাজীপুর থেকে ফিরোজ, জসিম ও মোস্তাক নামের তিনজন শীর্ষ ডাকাতকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কে অস্ত্রের মুখে ট্রাক ও বাসে ডাকাতি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে মাধবদী থানা পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
Leave a Reply